আপনার জন্য কোন আইপিএস টি প্রযোজ্য

আমরা মূলত আইপিএস ব্যাবহার করি বিদ্যুৎ ঘাটতির জন্য। ধরুন ২৪ ঘণ্টার মধ্যে আপনার বাসায় কতক্ষন বিদ্যুৎ থাকে না এবং আপনি কতটুক বিদ্যুৎ ব্যাবহার করবো, তার উপর নির্ভর করে আপনার কোন আইপিএস টি লাগবে।

ব্যাবহারঃ আপনি প্রথমে দেখুন আপনার বাড়িতে কত গুলো ফ্যান এবং বাল্ব ব্যবহার করা  হয়। তারপর ঠিক করুন কতগুলো আপনার প্রয়োজন। যেমন ধরুন একজনের বাড়িতে ২ টি ফ্যান এবং ৫ টি বাল্ব ব্যাবহার করা হয়, তাহলে তার এক রকম আইপিএস লাগবে। অন্যজনের যদি ৩ টা ফ্যান এবং ৬ টা বাল্ব জ্বলে তাহলে তার আরেক রকম ব্যাটারি লাগবে।

দামঃ একটা পরিবারের যতটুকু প্রয়োজন আপনি তততুকুই নেন। দাম সাধারনত ১৬০০০ টাকা থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত আছে। আপনার যতটুকু দরকার আপনি ঠিক তততুকুই নেন।

ব্যাটারি এবং আইপিএসঃ ব্যাটারির উপরেই মূলত দাম নির্ভর করে। আপনার যতো বড় ব্যাটারি নিবেন, দাম তত বাড়তে থাকবে। বিভিন্ন কোম্পানির ব্যাটারি এবং আইপিএস আছে। লুমিনাস আইপিএস খুবই ভাল মানের আইপিএস। এছাড়াও আরো বিভিন্ন কোম্পানির আইপিএস আছে।

মোট কথা হল আপনার ঠিক যতটুকু প্রয়োজন ঠিক তততুকুই নেন। আমরা আপনাকে সাহায্য করবো, আপনার কোনটা প্রয়োজন। আপনার প্রয়োজন টা আমাদের বলুন।

অফিসঃ

বাসাঃ ৩, মোন্নাফের মোড়, রানিনগর, রাজশাহী।

মোবাইলঃ ০১৬৮২-৩১০৬৫৬